- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

সেলিম রেজা, বগুড়া ঃ ভোটার হব, ভোট দিব’ এই শ্লোগানে প্রথম বারের মত জাতীয় ভোটার দিবস নানা আয়োজনে শুক্রবার বগুড়ার শেরপুরে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় এক র্যালী বের হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, আ.লীগ নেতা আলহাজ্ব শাহজামাল সিরাজী, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন প্রমুখ।