- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইলে পানিতে ডুবে সহপাঠি দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আঃ হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন জানায়, সাফি ও রাফি দু’জনই ফুলমালির চালা ফজর আলী আলিম মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। মাদরাসা থেকে বাড়ি ফেরার পর সকাল ১১ টার সময় প্রতিবেশী বড় চাচা হারুনের বাড়ি যাওয়ার পথে তারা পুকুরে পড়ে যায় বলে ধারনা করা হয়। খোঁজাখুঁজির পর দুপুর একটার দিকে স্বজনরা বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।