পাথরঘাটার কৃষকেরা সোলার প্যানেল ভিত্তিক সেচ পাম্পের সুবিধা পাচ্ছে না

0

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:

বরগুনায় পাথরঘাটার মানিকখালি গ্রামে দুই বছরেও শুরু করা হয়নি সোলার প্যানেল ভিত্তিক কৃষি সেচ পাম্প।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি। যাতে খরচ হয় ২৩ লাখ টাকা। উদ্দেশ্য ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প ।এতে বিনামূল্যে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা বলেন, আমরা উপকৃত হওয়ার জন্যই সরকারের কাছে সেচ পাম্প চেয়েছি। যাতে করে আমরা ইরি, আলু, সবজি সময় মতো আবাদ করতে পারি। আমরা যেনো কৃষি উন্নয়ন করতে পারি।তারা আরো বলেন, আমরা সেচ পাম্প ঠিকই পেয়েছি কিন্তু এখনো পানি পাইনি।
কিন্তু এ সব অভিযোগ মানতে নারাজ স্কিম ম্যানেজার অপু। উল্টো দোষ চাপালেন বিএডিসির ওপর।সমস্যা সমাধানে নতুন কাউকে দায়িত্ব দিয়ে পাম্পটি পরিচালনার আশ্বাস বরগুনা কৃষি উন্নয়ন করপোরেশনের সহকারি প্রকৌশলীর।পাম্পটি চালু হলে বিনামূল্যে সেচের পানি যাবে ২ হাজার একর জমিতে। উপকৃত হবেন অন্তত এক হাজার কৃষক।
Leave A Reply