- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

সেলিম রেজা, স্টাফ রির্পোটারঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া এলাকায় শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনায় দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয়রা জানায়, দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় তাজুরপাড়া গ্রামের গাজুর মিয়ার মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের নজসূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বিস্তার করায় মনোহারী দোকানের সকল মালামাল পুড়ে যায়। এসময় এলাকাবাসী নিকটবর্তী পুকুর থেকে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় দোকানের টিভি, ফ্রিজ সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে বিদ্যুতের শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণ করা হচ্ছে।