স্কুল পালিয়ে শিক্ষক-শিক্ষিকার বিয়ে

0

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া ঃ স্কুল থেকে পালিয়ে বিয়ে করেছেন বগুড়ার শেরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী দুই শিক্ষক-শিক্ষিকা। এলাকাবাসী জানান, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী-চকল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান জনি (৩০) ও একই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রোমানা খাতুন (২৫) এর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। উভয়েরই বাড়ি চকধলী গ্রামে। কিন্তু উভয়ের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় গত সোমবার (১৮ ফেব্রয়ারী) বেলা ৩ টার দিকে তারা স্কুল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রাত ৮টার দিকে শিক্ষিকা রোমানার ভাই ইসমাইল হোসেন বাদশা শেরপুর থানায় অপহরণের একটি অভিযোগ করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও পরিবেশিত হয়। মঙ্গলবার (১৯ ফেব্র“য়ারি) রাত ১০টার দিকে তারা দুই জনই শেরপুরে ফেরেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, তারা রংপুরে গিয়ে বিয়ে করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল কাইয়ুম জানান, এ ঘটনায় আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। বিভাগীয় সুনাম ক্ষুন্ন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।

Leave A Reply