উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর ফুলবাড়ীতে চেয়ারম্যান পদে ৩ জনসহ ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

0
আল হেলাল চৌধুরী দিনাজপুর থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দলিয় নেতা-কর্মি ও সমর্থকদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রার্থীরা  মানোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান মিল্টন দুপুর সাড়ে ১২টায় দলিয় নেতাকর্মীসহ মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীগন।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হেবিওয়েট প্রার্থী শিল্পপতি সুর্দশন পালিত স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে বিশাল সো-ডাউনের মধ্যদিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাদেন।
এবার উপজেলা নির্বাচনে স্বতন্ত্রসহ তিন জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জামাদানকারীরা অন্যান্যরা হলেন, ওয়ার্কাস পাটি মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শিকদার ।
ভাইস চেয়ারম্যানপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জু রায় চৌধুরী, সতন্ত্র প্রার্থী সমাজ সেবক আবু মুসা, মকলেছার রহমান ও আলাউল হোসেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নীরু সামসুন্নাহার বেগম।
মনোনয়নপত্র জমাদানকারী সম্ভাব্য প্রার্থীরা, সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের  নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

Leave A Reply