- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

সেলিম রেজা, বগুড়াঃ
বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ কবরস্থান পাড়ার বজলু সরকারের ছেলে মোমিন (৩৫), গাড়ীদহ গ্রামের হারেজ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২) ও মাগুরগাড়ী গ্রামের ইয়াকুব আলীর ছেলে মিলন শেখ (২৫)।
এর মধ্যে মোমিনের নিকট থেকে ১০ পিস ইয়াবা ও বাকি দুই জনের নিকট থেকে ১ গ্রাম করে হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর থানা পুলিশের বিশেষ দল পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শেরপুর থানার সেকেন্ড অফিসার এসআই এবাদ আলী জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রজ্জু করা হয়েছে।