- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

আল হেলাল চৌধুরী দিনাজপুর থেকে
আজ দুপুরে নিজবাড়ী গনিপুর থেকে বেজাই মোড় আসার পর মেইন সড়কের পাশে ভ্যান চালক কে ভাড়া পরিশোধ করার সময় পিছনদিক থেকে আসা অটো রিক্সা ধাক্কা মারলে এতে সে মারাতœক ভাবে আহত হয়।
আহত অবস্থায় এলাকাবাসী তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে এলে মেডিকেল অফিসার রেজাউল করিম তাকে মৃত ঘোষনা করেন। নিহত গরু ব্যাবসায়ী উপজেলার এলুয়াড়ী ইউপির গনিপুর গ্রামের ময়েজ মন্ডলের ছেলে মইনুদ্দিন (৫০) ।
এদিকে বেজাই বনিক সমিতি অটো রিস্কাটিকে আটক করে রেখেছে। এ ঘটনায় অটো চালক পলাতক রয়েছে।