Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

মেহেদী হাসান টাঙ্গাইল প্রতিনিধিঃ
আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। সারাদেশের মতো টাঙ্গাইলেও নানা আয়োজনে বরন করে নেয়া হচ্ছে ঋতুরাজ বসন্তকে। সকাল থেকে ভিড় লক্ষ্র করা গেছে শহরের সকল ফুলের দোকান ও পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে। সকল বয়সী নানী-পুরুষ বর্নিল সাজে সজ্জিত হয়ে বসন্ত বন্দনা, বসন্ত কথন, ফুলের প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময় ও বসন্ত আড্ডায় বরণ করে নন ঋতুরাজ বসন্তকে।
