- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি আজ শনিবার গাইবান্ধার পৌরসভার অধীনে ৩টি সড়কের সংস্কার ও সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। সড়ক ৩টি উন্নয়নে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর সাহায্যে শহরের সার্কুলার রোড, পিকে বিশ্বাস রোড ও স্টেশন রোডের মোট আড়াই কিলোমিটার অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজ করা হবে। মাস্টারপাড়া বলাইশার মোড়ে হুইপ গিনি এই তিনটি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে এ উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা শ্রমিক লীগ সভাপতি খায়রুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ।