- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

লিটন মিয়া লাকু, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কে বুধবার মোটর সাইকেল দুর্ঘটনায় লুচি বেগম (৩৮) নামে এক গৃহবধু নিহত হয়েছে। নিহত লুচি বেগম পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি গ্রামের লিটন মহুরীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ছেলের মোটর সাইকেলে চড়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে ফকিরের বাজার এলাকায় পৌছুলে পেছন থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লুচি বেগম রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।