- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধার দুটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের চতুর্থদিনে ৮ জন পরীক্ষার্থীকে বৃহস্পতিবার বহিস্কার করা হয়েছে। তাদের মধ্যে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বিএম কলেজে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা গ্রহণকালে নকলের অপরাধে ৬ জনকে এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া দারুর উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা গ্রহণকালে দুই দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
এছাড়া সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাদানরত এক শিক্ষার্থী মো. রিফাত মিয়ার বাবা শিক্ষক মঞ্জুর হোসেনকে বিধিবহির্ভূতভাবে পরীক্ষায় ডিউটি দেয়ার অপরাধে বৃহস্পতিবার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঞ্জুর হোসেন সদর উপজেলার খোলাহাটি হাইস্কুলের শিক্ষক। অপরদিকে তার ছেলে পরীক্ষার্থী রিফাত মিয়া পাশ্ববর্তী দারিয়াপুর আমান উলাহ হাইস্কুলের শিক্ষার্থী হিসেবে লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। গত তিনদিন পরীক্ষার মধ্যে দ্বিতীয় দিন ওই শিক্ষক তার ছেলের কক্ষে ডিউটি দেন বলে জানা গেছে।